Manomay bhattacharya biography of barack
Location head: Sarita Bhattacharya.
Singer Manomay Bhattacharya is on cloud nine....
'প্রথম ৫ বছর লড়তে হয়েছে', সঙ্গীত জগতে ২৫ বছর পার, স্মৃতিচারণে কী জানালেন মনোময়
মনোময় ভট্টাচার্য মানেই নজরুলগীতি থেকে রবীন্দ্র সঙ্গীত। বাদ যায় না আধুনিক গান কিংবা ভক্তিগীতি। এমন গায়কের সঙ্গীত জীবন দেখতে দেখতে ২৫ বসন্ত পার করে ফেললেন। ইদানিংকালে তাঁকে রিয়ালিটি শোতেও দেখা যায় বিচারকের আসনে। এবার গানে জগতে ২৫ বছর পূর্তি হিসেবে সামনেই রবীন্দ্র সদনে তাঁর একক অনুষ্ঠান আছে তাঁর। আর সেই অনুষ্ঠানের আগেই নিজের কেরিয়ার থেকে গানের জগতে বর্তমান সময়ে সফল হওয়ার মন্ত্র থেকে সব কিছুই তিনি আলোচনা করলেন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে।
মনোময় ভট্টাচার্য এমন একজন মানুষ যিনি তাঁর কেরিয়ারে ক্যাসেটের যাওয়া থেকে সিডির আগমন এবং আচমকাই তার মৃত্যুর পর ইউটিউব, স্পটিফাইয়ের উঠে আসার সাক্ষী থেকেছেন। সঙ্গীত জীবনের এই ২৫ বছর কেমন কাটল তাঁর?
উত্তরে গায়ক বলেন, 'আমার এই সফর যে খুব মসৃন ছিল এমনটা নয়, ভালো মন্দ দুই এসেছে। আমার প্রথম অ্যালবাম বেরোনোর পরেই যে আমি সুপারহিট হয়ে গিয়েছিলাম বা অনেক প্রচার পেয়েছি তেমন কিছুই হয়নি। আমার প্রথম অ্যালবাম প্রকাশ পায় ১৯৯৬ সালে। তারপর থেকে টানা ৫ বছর আমায় অ